দুমকিতে সাড়ে তিন কেজি গাঁজা সহ গ্রেফতার ১

| আপডেট :  ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৪  | প্রকাশিত :  ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৪

জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

অদ্য ইং ২২/০২/২০২২তারিখ ১৮:০৫ ঘটিকার সময় এস আই(নিঃ) মোঃ আলী হোসেন, এসআই (নিঃ)/রাজিব,এস আই মোঃ কামরুল ইসলাম, সঙ্গীয় এএসআই/ রমিজ, এএস আই মেহেদী হাসান ও ফোর্সসহ দুমকি থানাধীন পাগলার মোড় ২নং লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ টোল প্লাজার উত্তর পাশে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উপস্থিত হইয়া চেকপোস্ট করাকালে আসামি খলিল গাজি (৩৫), পিতা-মৃত রফেজ গাজি গ্রাম -হাজিখালী, ৪ নং ওয়ার্ড, থানা জেলা- পটুয়াখালীকে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামি খলিল গাজী তার নিজ হাতে তাহার পিঠে ঝোলানো খয়েরী ব্যাগ এর মধ্যে একটি সাদা রঙের ব্যাগের মধ্যে ০২ পোটলা গাজা যাহার ওজন ,৩.৫ কেজি, মূল্য অনুমান ২৮০০০০ টাকা নিজ হাতে বাহির করিয়া দিলে আলামত ও আসামির মোটরসাইকেল উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত