২১ অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়: মেয়র টিটু
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ২১ অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়, মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়, স্বকীয়তা নিয়ে বাঁচতে শেখায়।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর আয়োজনে আজ দুপুরে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অনলাইনে সংযুক্ত থেকে সভাপতির বক্তব্যে একথা বলেন মেয়র।
তিনি আরও বলেন, আমাদের মুক্তির ইতিহাসে ভাষা আন্দোলনের অনন্য ভূমিকায় আসীন। ভাষা আন্দোলনের পথ বেয়েই আমরা পেয়েছি স্বাধীনতা।
মেয়র বলেন, ২১ এর চেতনাকে ধারণ করতে হবে। সকল ষড়যন্ত্র ও অপশক্তিকে রুখে দিয়ে অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত