দেশের বাইরে রাশিয়ার সশস্ত্র বাহিনী ব্যবহারের ‘অনুমতি

| আপডেট :  ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৩  | প্রকাশিত :  ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৩

ইউক্রেনের দুই বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা দিয়ে সেখানে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন পুতিন। এবার রুশ সংসদের উচ্চ কক্ষ ‘ফেডারেল কাউন্সিল; পুতিনের আদেশে সম্মতি দিয়েছে। এর মাধ্যমে দেশের বাইরে সশস্ত্র বাহিনী ব্যবহারের অনুমতি পেলেন প্রেসিডেন্ট পুতিন।

সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়ার ফেডারেল কাউন্সিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তে সম্মতি দিয়েছে। এর মাধ্যমে ডোনবাস এলাকায় রুশ সেনাবাহিনী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেল।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ তাসের খবরে বলা হয়েছে, দেশের বাইরে সেনা মোতায়েন নিয়ে একটি রেজ্যুলেশন আহ্বান করা হয়। এটা সর্বসম্মতভাবে পাস হয়। ১৫৩ জন সিনেট সদস্য এতে সম্মতি প্রকাশ করেন।

সংসদের উচ্চ কক্ষের আদেশে বলা হয়, ফেডারেশন কাউন্সিল রাশিয়ার প্রেসিডেন্টকে দেশের বাইরে সেনা ব্যবহারে সম্মতি দিল। আন্তর্জাতিক আইন এবং সাধারণ স্বীকৃত নীতি আলোকে এই সম্মতি দেওয়া হলো।

সরকারি আদেশ উদ্ধৃত করে খবরে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর মোট কতটি ইউনিট ব্যবহার করা হবে, তাদের কাজ কী হবে, দেশের বাইরে কাজের স্থায়িত্ব; রাশিয়ার সংবিধানের আলোকে এসবের সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত