মোদির সঙ্গে টিভিতে বিতর্ক করতে চান ইমরান খান

| আপডেট :  ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫০  | প্রকাশিত :  ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টিভির পর্দায় বিতর্ক করতে চান। তার এ বিতর্কের উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে যে সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করা ও সম্পর্ক উন্নত করা।

এ ব্যপারে রাশিয়ান টিভিকে ইমরান খান বলেন, আমি মোদির সঙ্গে টিভিতে বিতর্ক করতে চাই।
ইমরানের দাবি, যদি বিতর্কের মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা সমস্যা দূর করা যায় তাহলে উপমহাদেশের ১৭০ কোটি মানুষের উপকার হবে।

গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, ইমরান খানের এমন মন্তব্যের পর ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। কিন্তু এখনো কোনো মন্তব্য করেনি তারা।

 

 

এদিকে পারমাণবিক শক্তিসমৃদ্ধ ভারত ও পাকিস্তান ৭৫ বছর আগে স্বাধীনতা লাভ করে। কিন্তু শুরু থেকেই তাদের মধ্যে বৈরিভাব বিরাজমান রয়েছে। এ সময়ের মধ্যে দেশ দুটি তিনবার যুদ্ধে জড়িয়েছে।

সাম্প্রতিক সময়ে কাশ্মির ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

এদিকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে দুইদিনের সফরে রাশিয়া গেছেন ইমরান খান।

 

আগে থেকেই ঠিক করে রাখা এ বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত