ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নিত্যদিনের যানযট
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২২
| প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২২
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : যানযট যেনো এখন নিত্যদিনের সংগী হয়ে গেছে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাড়া থেকে জেলা পরিষদ পর্যন্ত। রাইফেল ক্লাব এর সামনে থেকে ব্যাটারীচালিত রিক্সা, টেম্পু, লেগুনা ঘুরিয়ে আনার কারণে রাস্তা এলোমেলো হয়ে পড়ার কারণে যানযটের সৃষ্টি হয়।
অনেক সময় দেখা যায় চাষাড়া থেকে পন্চবটি যাবার গাড়ীগুলো রাইফেল ক্লাবের সামনে থেকেই ঘুরিয়ে যাওয়ায় যানযট লেগে থাকে।
সাধারণ জনগন মনে করে, যদি পরিবহন এর ব্যবস্থাটা চানমারীর পর থেকে দেওয়া যেতো তাহলে লিংক রোড এভাবে যানযটে পরে থাকতো না। এজন্য উর্ধতন কর্মকর্তাদের দিকে তাকিয়ে আছে লোকজন। তাদের বিশ্বাস খুব শীগ্রই এর একটা ব্যবস্থা হবে।
ট্রাফিক থেকে বলা হচ্ছে, গাড়ীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এলোমেলো পার্কিং এর কারণে যানযটের সৃষ্টি হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত