নতুন করে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা ইইউ’র

| আপডেট :  ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৮  | প্রকাশিত :  ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৮

 

তিন দেশ থেকে পাওয়া অস্ত্র দিয়ে বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে। দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার বিশেষজ্ঞ থমাস অ্যান্ড্রু।

তিনি বলেন, চীন, রাশিয়া ও সার্বিয়া মিয়ানমারের জান্তাকে অস্ত্র সরবরাহ করছে। গেল বছর অভ্যুত্থানের সময় থেকে ওইসব অস্ত্র সাধারণ মানুষের ওপর নৃশংসতায় ব্যবহার করছে জান্তা সরকার।

 

এ অবস্থায় অস্ত্র সরবরাহ বন্ধ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ দাবি করেন অ্যান্ড্রু।

এদিকে অভ্যুত্থানের প্রতিবাদে দেশটির রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানিকে এবার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে মোট ১০টি কোম্পানি ও ৬৫ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো ইইউ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত