নতুন করে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা ইইউ’র

তিন দেশ থেকে পাওয়া অস্ত্র দিয়ে বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে। দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার বিশেষজ্ঞ থমাস অ্যান্ড্রু।
তিনি বলেন, চীন, রাশিয়া ও সার্বিয়া মিয়ানমারের জান্তাকে অস্ত্র সরবরাহ করছে। গেল বছর অভ্যুত্থানের সময় থেকে ওইসব অস্ত্র সাধারণ মানুষের ওপর নৃশংসতায় ব্যবহার করছে জান্তা সরকার।
এ অবস্থায় অস্ত্র সরবরাহ বন্ধ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ দাবি করেন অ্যান্ড্রু।
এদিকে অভ্যুত্থানের প্রতিবাদে দেশটির রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানিকে এবার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে মোট ১০টি কোম্পানি ও ৬৫ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো ইইউ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত