রোহিঙ্গা নিধন জান্তা সরকারের পূর্বপরিকল্পনা’

| আপডেট :  ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩১  | প্রকাশিত :  ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩১

রোহিঙ্গা নিধন মিয়ানমারের জান্তা সরকারের পূর্বপরিকল্পনা। শুধু তাই নয়, তারা পরিস্থিতি এমন করে রেখেছে যেন কোনভাবেই রোহিঙ্গা প্রত্যবাসান শুরু করা না যায়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ আদালতে শুনানিতে এসব তথ্য তুলে ধরে গাম্বিয়া। বলেন, বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-আইসিজে-তে যখন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান তখন দেশটির ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এখন জান্তা সরকার এই বিচারের বৈধতা নিয়েই প্রশ্ন তুলছে। যার শুনানি চলছে নেদারল্যান্ডের হেগে।

মামলার বাদী গাম্বিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবীরা। তাদের যুক্তি, জেনোসাইড বা গণহত্যা কনভেনশনের স্বাক্ষরকারী দেশ হিসেবে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চালিয়ে যাবার অধিকার রাখে গাম্বিয়া।

গাম্বিয়ার প্রতিনিধি গাউডে জালো জানান, যারা রোহিঙ্গাদের ভিটেছাড়া করেছে, তারাই এখন জান্তা সরকারে। রোহিঙ্গা গণহত্যা তাদেরই পূর্ব পরিকল্পনার ফসল, দাবি আইনজীবীদের।

গাম্বিয়ার পক্ষে আদালতকে বলা হয়, জান্তা সরকার পরিস্থিতি এমন করে রেখেছে যে, যেন প্রত্যবাসন শুরু করা না যায়।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন করবে মিয়ানমার।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত