সারাদেশে ১০ দিন বিক্ষোভ ডাকল বিএনপি
গ্যাস, পানি ও বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ১০ দিন রাজধানীসহ দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে তারা। আর একদিন সারাদেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে হাটসভা/পথসভা ও লিফলেট বিতরণ করবে দলটি।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি বিএনপির উদ্যোগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে, ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় সদর/মহানগরে, ২ মার্চ সারাদেশে জেলা পর্যায়ে এবং ৫ মার্চ সারাদেশে উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হবে।
এছাড়া ৬ মার্চ ছাত্রদল, ৮ মার্চ যুবদল, ৯ মার্চ স্বেচ্ছাসেবক দল এবং ১০ মার্চ কৃষক দল, ১৪ মার্চ মহিলা দল এবং ১৫ মার্চ তাঁতী দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ হবে।
আর মাঝে ১২ মার্চ বিএনপির উদ্যোগে দেশজুড়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে হাটসভা/পথসভা ও লিফলেট বিতরণ করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত