ময়মনসিংহে ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় অক্সিজেন সিলিন্ডার, স্টীল স্কয়ার বার, স্টীল পাইপ, স্টীল প্লেট, স্টীল এঙ্গেলসহ মোট সাত মেট্রিক টন স্টীল ও রডের সামগ্রী ও ডাকাতি কাজে ব্যবহৃত দুই পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর জেলার মৃত আ. কাদেরের ছেলে মো. মানিক মিয়া (৩০), চট্রগ্রাম জেলার মৃত আইয়ুব আলীর ছেলে মো. সাদ্দাম হোসেন (৩২), নেত্রকোনা জেলার মো. ফিরোজ মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (৩০), চাঁদপুর জেলার মান্নান গাজীর ছেলে মো. নুর ইসলাম গাজী ওরফে নুরা (৩০), জামালপুরের মৃত মজিবুর রহমানের ছেলে মো. মোখলেস (২৭)।
গত শনিবার বেলা ৩ টার দিকে জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এর আগে শুক্রবার দ্বিবাগত রাতে গাজীপুর জেলার টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গত ১৯ ফেব্রুয়ারী মধ্যরাতে ঈশ্বরগঞ্জের স্পার্ক ভিশনের আয়রন ফ্যাক্টরিতে নৈশ্যপ্রহরীকে বেঁধে বিভিন্ন সাইজের স্টীলের পাইপ, লোহার এঙ্গেল, এঙ্গেলের ফ্রেম, স্টীলের প্লেট ও অক্সিজেন সিলিন্ডারসহ মোট ৭ টন রড ও স্টীলের মালামাল লুটপাট করে নিয়ে যায়।
এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারী ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা হয়। ওই মামলা জেলা গোয়েন্দা শাখা তদন্তভার পেলে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত