মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ১ জনকে জেল-জরিমানা

| আপডেট :  ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৩  | প্রকাশিত :  ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৩

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজন কে কারাদণ্ড সহ অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (২৬ ফেব্রয়ারী) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ প্রদান করেন।

 

ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল’র পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ’র নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গৌরীপুরে বিশেষ অভিযান চালিয়ে ১০০শ গ্রাম গাঁজা সহ এক জনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে দন্ড দেয়া হয়।

 

দন্ডপ্রাপ্ত হলেন-গৌরীপুর পৌরসভার পশ্চিম ভালুকার মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ শোহানুর রহমান (২৪)কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড সহ ১ হাজার টাকা অর্থ দন্ড।

 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন দন্ডপ্রাপ্তকে কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত