মৎস্যজীবী লীগের আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ফেব্রুয়ারি) বিকেলে অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উক্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক তরিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম আল আমিন’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক মামুন তালুকদার, পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক এমদাদুল হক, সোহাগী ইউনিয়ন মৎস্যজীবী লীগের সদস্য সচিব মানিক মিয়া, মাইজবাগ ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম, রাজিবপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক বাবুল মিয়া, তারুন্দিয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক ইউনুস আলী লিটন, বড়হিত ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এনায়েত কবির প্রমুখ।
এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক আবু রায়হান, মানিক মিয়া, আসাদুজ্জামান রানাসহ সকল ইউনিয়নের নেতা কর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে তারা।
উপজেলা বিএনপির একপক্ষের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনের মদদে ছাত্রলীগ, যুবলীগ, মৎস্যজীবী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবীতে এ বিক্ষোভ মিছিলটি করা হয়।
এসময় বিক্ষোভ মিছিলে যুক্ত হন ময়মনসিংহ জেলা স্বেচ্ছা সেবকলীগের সদস্য শরিফুজ্জামান আকন্দ রানা, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক সামী উসমান গণি, উপজেলা যুবলীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম রুবেল, ঈশ্বরগঞ্জ পৌর স্বেচ্ছা সেবকলীগের সাবেক সহ সভাপতি নিলয় হাসান, ঈশ্বরগঞ্জ পৌর ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুরাদসহ আরো অনেকেই।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত