বাগেরহাটে স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর সময় ৩ নারী আটক
| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৫
| প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৫
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: জেলার শরণখোলায় এক নারীর ব্যাগ খুলে স্বর্ণের আংটি ও টাকা নিয়ে পালানোর সময় তিন নারীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শরণখোলা উপজেলা সদরের পাঁচরাস্তা এলাকায় নাছিমা বেগম নামের এক নারীর ব্যাগ খুলে আংটি ও টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটককৃতরা হলেন, পারভীন বেগম (২০), শারমিন বেগম (২২) ও মৌসুমী বেগম (২৪)। আটককৃত সবাই বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার এলাকায় অস্থায়ীভাবে বসবাস করেন।
ভুক্তভোগী নারী নাছিমা বেগম বলেন, রায়েন্দা বাজারের স্বর্ণকারের দোকান থেকে দুটি স্বর্ণের আংটি মেরামত করে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে পাঁচরাস্তা মোড়ে একটি ফার্মেসীতে ওষুধ কিনতে প্রবেশ করি। এসময়, এক নারী আমার ব্যাগ খুলে দুটি আংটি এবং ২হাজার ১শ টাকা বের করে নিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় পাশের লোকজন দেখে তাকে ও তার দুই সহযোগীকে ধরে ফেলেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বলেন, সুকৌশলে এক নারীর ব্যাগ থেকে আংটি ও টাকা নেওয়ার চেষ্টা করেছে, এমন অভিযোগে স্থানীয়রা তিন নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আমরা ওই নারীদের জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে তারা একেক সময় এক এক জায়গার ঠিকানা দিচ্ছে। আমরা বিষয়টি পর্যবেক্ষন করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত