ইউক্রেন অভিযানের বিরুদ্ধে রাশিয়াজুড়ে ব্যাপক বিক্ষোভ, গ্রেফতার ৯ শতাধিক
রাশিয়া জুড়ে ইউক্রেনে হামলার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ চলাকালে রুশ পুলিশ ৯ শতাধিক মানুষকে গ্রেফতার করেছে। বিক্ষোভ পর্যবেক্ষণ সংস্থা ওভিডি-ইনফো বরাত দিয়ে আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরোধী বিক্ষোভের পাশাপাশি বিরোধী রাজনীতিবিদ বরিস নেমতসভের হত্যার সপ্তম বার্ষিকীর উপলক্ষ্যে রাশিয়ার ৪৪টি শহরে এই বিক্ষোভ হয়।
কোনো পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে রাজি রয়েছে ইউক্রেন। বেলারুশ-ইউক্রেন সীমান্তে স্থানীয় সময় সোমবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন।
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেংকোর সঙ্গে কথা বলার পর এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের চতুর্থদিন চলছে রোববার। ইউক্রেনের নানা শহরে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীও প্রতিরোধ গড়ে তুলছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত