মাজার জিয়ারত শেষে গাঁজা নিয়ে যাচ্ছিলেন তারা

| আপডেট :  ২৬ মে ২০২১, ০৮:০৮  | প্রকাশিত :  ২৬ মে ২০২১, ০৮:০৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ তিন কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৫ মে) গভীর রাতে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই দুইজন মাজার জিয়ারত শেষে গাঁজা নিয়ে যাচ্ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলো, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী গ্রামের সরল মিয়ার স্ত্রী মায়া (৩৭) ও একই উপজেলার গোড়াইল গ্রামের আলমগীর কসাইয়ের ছেলে লিটন প্রকাশ হিরা প্রকাশ পিন্টু (৩৬)। মামলা দায়ের করে তাদেরকে বুধবার (২৬ মে) আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে মায়ার বিরুদ্ধে একাধিক ও পিন্টুর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এসআই তাজুল ইসলাম, এএসআই আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা স্থানীয় মাজার জিয়ারত শেষে গাঁজা নিয়ে ফিরছিল।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত