বাইডেনকে পরোয়া করি না: সৌদি যুবরাজ

| আপডেট :  ০৪ মার্চ ২০২২, ০৭:৫৯  | প্রকাশিত :  ০৪ মার্চ ২০২২, ০৭:৫৯

সৌদি আরবের প্রতাপশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আমাকে নিয়ে কী ভাবলেন, তাতে কিছু যায় আসে না। তিনি যদি ভুল ভাবেন, তাতে আমার কী করার আছে। আমি তাকে জ্ঞান দিতে পারি না। তেমনি তিনিও আমাকে জ্ঞান দিতে পারেন না।

সৌদি রাজসিংহাসনের উত্তরাধিকারী বিন সালমান যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ‘দ্য আটলান্টিক’-এ একটি সাক্ষাৎকার দিয়েছেন। বৃহস্পতিবার এটি প্রকাশ হয়েছে। ওই সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বাইডেনকে পরোয়া করেন না বলেন মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের শর্ত, সাংবাদিক জামাল খাসোগি হত্যাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে কথা বলেন সৌদির ‘ডি ফ্যাক্টো’ শাসক খ্যাত বিন সালমান। যুবরাজ হিসেবে অভিষিক্ত হওয়ার পর থেকে তিনিই মূলত সৌদির প্রধান নীতিনির্ধারকে পরিণত হয়েছেন বলে আলোচনা রয়েছে।

বিন সালমান বলেন, ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান হলেই কেবল ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে সৌদি আরব

জামাল খাসোগি হত্যা সম্পর্কে তিনি বলেন, আমি যদি এক হাজার মানুষকে হত্যার পকিল্পনার তালিকা তৈরি করতাম, তার মধ্যে খাসোগি থাকতেন না। চড়া দামে গুপ্তঘাতক ভাড়া করে খুন করার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি নন। তবে এ হত্যার দায় এড়াতে পারেন না উল্লেখ করে যুবরাজ এও বলেন, খাসোগিকে হত্যার জন্য আমি সরাসরি কোনো নির্দেশ দিইনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত