ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করুন: রাশিয়া
ইইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটো দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া।
পশ্চিমারা ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাচ্ছে তার মধ্যে সহজে বহনযোগ্য অ্যান্টি-এরিয়াল স্টিনজার ক্ষেপণাস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে গেলে তা এয়ারলাইনসগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে তারা তাদের এ উদ্বেগের কথা জানায় বলে রুশ বার্তা সংস্থা রিয়া’র বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ন্যাটোভুক্ত বিভিন্ন দেশ সৈন্য না পাঠিয়ে ইউক্রেইনে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত