স্কুলে দুই শিক্ষার্থীকে আটকে রেখে তালা
বরিশালে ছুটির পরে ভুলক্রমে দুই শিক্ষার্থীকে বিদ্যালয়ে রেখে গেট তালাবদ্ধ করে রেখে যাওয়ার ঘটনায় শ্রেণি শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা অধিদপ্তর। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে নেয়া হয়েছে বিভাগীয় ব্যবস্থা।
বুধবার (২ মার্চ) বিকেলে বরিশাল নগরীর নবগ্রাম রোডের ইন্দ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ২ শিক্ষার্থী ছুটির পরে ভুলক্রমে আটকা পরে স্কুলে। পরে চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
গত ২ মার্চ বিকেলে বিকেল ৪টার দিকে ছুটির সময় শিক্ষক ৪র্থ শ্রেণি পড়ুয়া ফারজান ও মুনমুনকে অংক করতে বলে ক্লাসরুম থেকে বের হয়ে যান শ্রেণি শিক্ষক মাকসুদা বেগম। অংক শেষ না হওয়া পর্যন্ত তাদের থাকতে বলা হয়। পরে তারা কারো সাড়া না পেয়ে ক্লাস থেকে বের হয়ে দেখে স্কুলের গেটে তালা। তাদের ডাকাডাকি ও চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করা হয়। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শ্রেণি শিক্ষক মাকসুদা বেগমকে সাময়িক বরখাস্ত এবং প্রধান শিক্ষক তানিয়া সুলতানা বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত