আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে চাই: সাকিব

| আপডেট :  ০৭ মার্চ ২০২২, ১২:৩১  | প্রকাশিত :  ০৭ মার্চ ২০২২, ১২:৩১

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে চান বলে জানিয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মূলত শারীরিক এবং মানসিকভাবে নিজেকে যথেষ্ট ফিট মনে না হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে চান তিনি। তবে বিরতির পর আবারও ক্রিকেটে ফিরতে চান এই অলরাউন্ডার।

রোববার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ত্যাগের আগের তিনি এ কথা বলেন।

সাকিব আল হাসান বলেন, ‘আমার কাছে মনে হয় এরকম মন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলা আমার জন্য ঠিক হবে। জালাল ভাইয়ের সঙ্গেও আলাপ করেছি আজকে। জালাল ভাই বলেছে উনি দু’দিন চিন্তা করবে, আমিও চিন্তা করার সময় দিয়েছি। তারপর আসলে একটা সিদ্ধান্ত নেয়া উচিত কিংবা হবে বলে আমি মনে করি। এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে এরকম যদি আমার মন মানসিকতা থাকে, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা থাকে আসলে এটা দলের জন্যই ক্ষতি হবে।’

আফগানিস্তান সিরিজে তিনি একজন পেসেঞ্জারের ভূমিকায় ছিলেন উল্লেখ্য করে এ টাইগার অলরাউন্ডার বলেন, ‘আমার কাছে মনে হয় যে আমি যদি একটা ব্রেক পাই, আবার যদি ঐ আগ্রহটা ফিরে পাই তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে। আফগানিস্তান সিরিজে আমার কাছে মনে হয়েছে আমি একজন পেসেঞ্জার, যেমনটা আমি কখনোই চাই না। খেলাটা একদম উপভোগ করতে পারিনি (ওয়ানডে এবং টি-টোয়েন্টি)। আমার কাছে মনে হয় না এরকম মন মানসিকতা নিয়ে সাউথ আফ্রিকায় সিরিজ খেলাটা আমার ঠিক হবে।’

আফগানিস্তান সিরিজে নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব সন্তুষ্ট নন জানিয়ে বলেন, ‘আমার পার্সোনাল দিক থেকে চিন্তা করলে অবশ্যই হতাশাজনক। আমার নিজের প্রতিও নিজের এক্সপেক্টেশন কিংবা মানুষ যেভাবে আশা করে, বিসিবি যেভাবে আশা করে অবশ্যই সেভাবে করতে পারিনি। আমি নিজেও ভীষণ হতাশ।’

দেশের সঙ্গে প্রতারণা করতে চান না উল্লেখ করে সাকিব বলেন, ‘এটা আসলে সবকিছু আলোচনার উপর নির্ভর করবে। আসলে কি করলে ভালো হয়। কিন্তু আমার বর্তমান পরিস্থিতি এটা আমি মনে করি এই পরিস্থিতিতে যদি খেলতে যাই সেটা অবশ্যই আমার সতীর্থদের এবং দেশের সঙ্গে প্রতারণা করার মতো একটা বিষয় হবে। সেই জিনিসটা আমি অবশ্যই চাই না।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত