ঈশ্বরগঞ্জ দুই ভাগনিকে গলা কেটে হত্যা, মামা আটক

| আপডেট :  ০৭ মার্চ ২০২২, ০৬:৫৫  | প্রকাশিত :  ০৭ মার্চ ২০২২, ০৬:৫৫

ময়মনসিংহ করেস পন্ডেন্টঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাজির বলসা গ্রামে আপন ২ ভাগ্নীর গলা কেটে হত্যা করেছে মামা। ঘাতক, গ্রামের মৃত সালাম মুন্সির ছেলে মাহাবুব (২৫) ।

 

 

 

 

 

 



 

 

 

 

 

স্থানীয় সুত্রে জানা যায়, ঘাতক মাহাবুব মস্তিস্ক বিকৃত। ৭ মার্চ দপুরে ঘাতক মাহাবুব তার ২ ভাগ্নি চার বছর বয়সী তৃপ্তি ও পাঁচ বছর বয়সী সায়মাকে ঘরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে।

 

 

 

 

 

 



 

 

 

 

 

 

 

পরে স্থানীয়রা মাহাবুব কে ধাওয়া করলে সে এলাকার একটি মসজিদে গিয়ে অবস্থান নেয়। পরে মসজিদের চার পাশে এলাকাবাসি ঘেড়াও করে থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌছে।

নিহত শিশু সায়মা নেত্রকোনার বাসিন্দা জাকির হোসেন ও সালমা আক্তার দম্পতির কন‍্যা অপর শিশু তৃপ্তি নান্দাইল উপজেলার জাহাঙ্গীর আলম ও হালিমা খাতুন দম্পতির কন‍্যা। লোমহর্ষক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 

 

 

 

 

 



 

 

 

 

 

 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতককে আটক করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি,নিহত দুই শিশুর মামাকে আটক করা হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত