রাশিয়ার শর্ত মানবেন কি না জানালেন জেলেনস্কি
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার চেয়ে আরেকটি আল্টিমেটাম মেনে নেয়া বেশি সহজ।
এক বিশেষ সাক্ষাতকারে সোমবার (৭ মার্চ) এবিসি নিউজের উপস্থাপক ডেভিড ম্যুরকে এ কথা বলেন জেলেনস্কি।
কিয়েভের রাষ্ট্রপতির কার্যালয় থেকে ম্যুরের সঙ্গে কথা বলেন জেলেনস্কি। এ সময় তিনি বলেন, যুদ্ধের পুরোটা সময় তিনি তার দেশেই থাকবেন।
একান্ত ওই সাক্ষাতকারে ম্যুর জেলেনস্কিকে প্রশ্ন করেন, যুদ্ধ বন্ধে রাশিয়া যে তিনটি শর্ত দিয়েছে তা কি আপনি মেনে নিতে রাজি হবেন?
উত্তরে জেলেনস্কি বলেন, এটি তাদেরকে স্বীকার করে নেয়ার চেয়ে আরও কঠিন…। এটি কেবল তাদের পক্ষ থেকে আরেকটি আল্টিমেটাম এবং আমরা এসব আল্টিমেটামের জন্য প্রস্তুত নই।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের কাছে এই তিনটি শর্তের সম্ভাব্য সমাধানের উপায় আছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো প্রেসিডেন্ট পুতিনের আলোচনায় বসা।
এ সময় পুতিনকে উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, অক্সিজেন ছাড়াই তথ্যের বুদবুদে বসবাস না করে সংলাপ শুরু করুন। আমি মনে করি সেখানেই তিনি আছেন। তিনি এই বুদবুদে আছেন। তিনি নানান তথ্য পাচ্ছেন এবং তিনি নিজেও জানেন না যে তথ্যটি তিনি পাচ্ছেন তা কতটা বাস্তব।
এর আগে ইউক্রেন ‘সামরিক অভিযান’ বন্ধে তিনটি শর্ত বেঁধে দেয় রাশিয়া। শর্ত তিনটি হলো- ন্যাটোর সদস্য হতে পারবে না ইউক্রেন, দোনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং রাশিয়ার অঞ্চল হিসেবে গণ্য হবে ক্রিমিয়া।
উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়াকে কেন্দ্র করে গত বছরের শেষের দিক থেকে তীব্র দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।
এরপর গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত