‘সাকিব না খেললে সমস্যা নেই, বাদ দিলেই দোষ’
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরে অধিকাংশ টেস্ট সিরিজ থেকেই বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা সফর থেকেও বিশ্রাম চান তিনি। টেস্ট থেকে বিশ্রাম চান আগামী টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। সাকিবের বিশ্রাম প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সাকিব না খেললে সমস্যা নেই, ওকে বাদ দিলেই যত দোষ।
রবিবার রাতে সংবাদ মাধ্যমকে বাঁ-হাতি অলরাউন্ডার জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম চান তিনি। মানসিক ও শারীরিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত নন তিনি। তার ওই মন্তব্যের প্রেক্ষিতে সোমবার বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন। তিনি জানান, সাকিব না খেললে তার সিদ্ধান্ত বোর্ডকে আগেভাগেই জানানো উচিত।
পাপন বলেন, ’দক্ষিণ আফ্রিকায় তার না যেতে চাওয়া নতুন নয়। কিন্তু আগে থেকে জানলে আমাদের সুবিধা হয়। সিরিজের আগ মুহূর্তে বা মাঝখানে নয়। সব কিছুর একটা পরিকল্পনা থাকে। কোচ, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা থাকে। ও (সাকিব) দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে খেলতে চাওয়ায় অন্য কোন বাঁ-হাতি স্পিনার (নাসুম আছেন দলে) নিয়ে আমরা পরিকল্পনা করিনি।’
বিসিবি বস জানান, কিছু বিষয় তার মাথায় ঢুকছে না। মানসিক বা শারীরিকভাবে ফিট না থাকলে আইপিএলে কেন খেলতে চেয়েছিল সাকিব। চিঠিতে বলেছে টেস্ট খেলবে না, ছয় মাস ছুটিও চেয়েছে টেস্ট থেকে। অথচ দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে খেলতে চাচ্ছে না। টেস্ট খেলতে চাচ্ছে। কেন? আবার সংবাদ মাধ্যমে স্বীকার করেছে, দক্ষিণ আফ্রিকায় খেলার কথা বোর্ডকে বলেছে। এখন কী হলো?
বিসিবি সভাপতি বলেন, ‘অফ ফর্ম গেলে, সমস্যা থাকলে, খেলতে না চায়লে কাউকে না কাউকে বলতে হবে। ওর কারণে কোচ, ম্যানেজমেন্ট অভিযোগ করছে, তাদের পরিকল্পনা নষ্ট হচ্ছে। এখন আমি যদি ব্যবস্থা নেই আপনাদের (ভক্ত, সংবাদ মাধ্যম) পছন্দ হবে না। সেজন্য এবার আমি বোর্ড সভাপতি হতে চাইনি। কারণ আমার অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। একেক জনের সঙ্গে একেক রকম আচরণ করা আমার সঙ্গে যায় না।’
বিসিবি সভাপতি জানান, দক্ষিণ আফ্রিকায় সাকিব যাবে না বললে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নতুন কাউকে খেলাতেন তারা। বোর্ড কর্তা জানান, বিসিবি’র ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস তাকে বিষয়টি অবহিত করেন। তিনি সাকিবকে দু’দিন ভেবে সিদ্ধান্ত জানানোর পরামর্শ দিয়েছেন। সাকিবের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত