টাইম স্কেলের আবেদন : সরকারি স্কুল-কলেজের কর্মচারীদের খসড়া তালিকা প্রকাশ

বিভিন্ন সরকারি স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষা অফিসে ১১ থেকে ২০ গ্রেডে কর্মরত যেসব কর্মচারী ২০১৫ খ্রিষ্টাব্দের ১৫ ডিসেম্বরের আগে প্রাপ্ত টাইম স্কেল পাওয়ার আবেদন করেছিলেন তাদের খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
অধিদপ্তর বলছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ২০১৫ খ্রিষ্টাব্দের ১৫ ডিসেম্বরের আগে প্রাপ্ত টাইম স্কেল মঞ্জুরির লক্ষে প্রাপ্ত আবেদন তথ্য ছকে তালিকাভুক্ত করে খসড়া তালিকা করা হয়েছে।
অধিদপ্তর আরও বলছে, যেসব কর্মচারীর নামের পাশে মন্তব্য কলামে সুনির্দিষ্ট আপত্তি উল্লেখ করা হয়েছে তা নিষ্পত্তির জন্য এবং কোন তথ্য ভুল ছাপা হলে তা সংশোধনের জন্য যথাযথ প্রামাণ্য কাগজপত্র ও তথ্য সংযুক্ত করে আবেদন করতে হবে। আর যেসব কর্মচারী ২০১৫ খ্রিষ্টাব্দের ১৫ ডিসেম্বর তারিখের আগের টাইম স্কেল প্রাপ্য হয়েছেন এখনো আবেদন করেন নি তারাও ১৫ কার্যদিবসের মধ্যে সব তথ্যসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত