সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

| আপডেট :  ০৮ মার্চ ২০২২, ০১:৪৯  | প্রকাশিত :  ০৮ মার্চ ২০২২, ০১:৪৯

চাঁদ দেখা সাপেক্ষে এবার আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। এদিকে আসন্ন এই রমজান শুরুর সময় ৩ এপ্রিল ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এর আগে গত ৫ মার্চ ১৪৪৩ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করে ফাউন্ডেশনটি। সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচি অনুযায়ী, প্রথম রমজানে (০৩ এপ্রিল) রাজধানী ঢাকায় সেহরির শেষ সময় ভোর রাত ৪টা ২৭ মিনিট এবং ইফতারির সময় সন্ধ্যা ৬টা ১৯ মিনিট।

এদিকে দূরত্ব অনুযায়ী ঢাকার সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের অন্যান্য অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত