‘সাকিব না খেললে না খেলুক, আই ডোন্ট কেয়ার’
শারীরিক ও মানসিকভাবে ভালো নেই সাকিব আল হাসান। এজন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি চেয়েছেন তিনি। ফলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তার খেলা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
এ নিয়ে দিন দুয়েক ধরে সরগরম ক্রিকেটপাড়া। গতকাল সোমবার (৭ মার্চ) সাকিবের ওপর ক্ষোভ ঝেড়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ মঙ্গলবার (৮ মার্চ) তাকে একহাত নিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বললেন, ‘সে না খেললে না খেলুক, আই ডোন্ট কেয়ার।’
ইতোমধ্যে সাকিবকে নিয়ে প্রোটিয়া সফরের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। খালেদ মাহমুদ বলেন, ‘সে টেস্ট না খেললে না খেলুক, আই ডোন্ট কেয়ার। এ নিয়ে ভাবার কিছু নেই। তবে আমরা চাই, ও খেলুক। যতদিন পর্যন্ত ফিট থাকবে খেলে যাক।’
সাকিব জানিয়েছেন, তিনি খেলা উপভোগ করছেন না। খালেদ মাহমুদ বলেন, ‘সে যদি মনে করে, ক্রিকেট উপভোগ করছে না, তাহলে তার স্পষ্ট করে বলা উচিত কোন ফরম্যাটে খেলবে না। এতে ওর জায়গায় একজনকে স্থায়ী করা যায়।’
তিনি বলেন, ‘কেউ না খেললে না খেলবে। তাতে কিচ্ছু যায়-আসে না। বিসিবি প্রেসিডেন্টও এভাবে বলতে চান। হয়তো উনি আস্তে বলেন, আমি একটু জোরে বললাম।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত