মেডিকেলে ভর্তি: বাড়লো আবেদনের সময়
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ সালের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়লো। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ১৫ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যা আগে ছিল ১১ মার্চ পর্যন্ত।
মঙ্গলবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবার যারা এইচএসসি পাস করেছেন, তাদের মধ্যে অনেকে ফল পুনর্বিবেচনার আবেদন করেছেন। তাদের ফল আগামী ১৩ মার্চ প্রকাশিত হবে। চূড়ান্ত ফল অনুযায়ী তাদের মেডিকেলের ভর্তি পরীক্ষায় আবেদন করার সুযোগ দিতে সময়সীমা চারদিন বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২০২১-২২ সালের মেডিকেলে ভর্তির আবেদন শুরু হয়েছে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত।
আগামী ১ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসনসংখ্যা ১০ হাজার ৬৯৭টি। এরমধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০ এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন ৬ হাজার ৩৪৭টি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত