জার্মান রাষ্ট্রদূত মসিক সফরে
ময়মনসিংহ করেস পন্ডেন্ট: ময়মনসিংহ সিটি কর্পোরেশন সফর করেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।
বুধবার দুপুর ১২ টার দিকে মসিক মেয়য়ের দপ্তর কক্ষের মিনি কনফারেন্সে অনুষ্ঠিত এ সভায় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর পক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী প্রতিনিধিত্ব করেন।
অসুস্থতাজনিত কারনে এ সাক্ষাৎ এ,মেয়র উপস্থিত থাকতে না পারায় তিনি ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে জার্মান রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় জার্মান রাষ্ট্রদূত এর সহধর্মিণী বেট্টিনা ট্রোস্টার, জার্মান এম্বাসীর এট্যাচে হান্নাহ সিম্ফ, সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র মোঃ আসিফ হোসেন ডন, সচিব রাজীব কুমার সরকার সহ বিভাগ ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত