দুমকিতে বিএনপির ১০ নেতা-কর্মী কারাগারে
দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে গত ৫ মার্চ উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে আওয়ামী যুবলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হয়।
পরে পুলিশ বাদী হয়ে উপজেলা বিএনপির আহবায়ক মোঃ খলিলুর রহমানসহ ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়ের করে। গতকাল বুধবার (৯ মার্চ) সকালে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে মামলার ২২জন আসামী হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক মোঃ আল আমিন ১০জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।
জামিন না মঞ্জুর হওয়া আসামীরা হলেন, দুমকি উপজেলা বিএনপি’র আহবায়ক মো. খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম ও আনোয়ার হোসেন হাওলাদার, সদস্য মেহেদী হাসান মিন্টু,উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক জসিম উদ্দিন সম্ভু ও মিজানুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল হক, যুগ্ম আহবায়ক শামীম হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম সরোয়ার, যুগ্ম আহবায়ক শাহরিয়ার হোসেন শাহাদাৎ।
জামিন প্রাপ্তরা হলেন, মোঃ সাইফুল আলম মৃধা, জাহিদুল হক হাওলাদার, নুরুল ইসলাম মৃধা, ফারুক হোসেন হাওলাদার, জসিম উদ্দিন হাওলাদার, জাকির হোসেন, রিপন শরীফ, সাইদুর রহমান খান, মুসা ফরাজি, জাহাঙ্গীর হোসেন, সুমন শরিফ, সাইফুর রহমান রিয়াজ ও নেছার উদ্দিন।
দুমকি থানার এসআই মো. কামরুল ইসলাম বাদী হয়ে গত ৫/৩/২২ ইং তারিখ মামলাটি দায়ের করেন। উল্লেখ্য মামলার ৩নং আসামী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলামকে ৬মার্চ রাতে পুলিশ গ্রেফতার করে কোর্টে সোপর্দ্দ করে। ৯ মার্চ বুধবার ওই মামলার ২৬জন আসামীর মধ্যে ২২জন জামিনের আবেদন করলে ১০জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্ররণের আদেশ দেন আদালত।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত