ময়মনসিংহে ডোবার পানিতে ডু্বে শিশুর মৃত্যু
ময়মনসিংহ করেস পন্ডেন্ট :ডোবার পানিতে পরে সায়মা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ মার্চ) বিকালে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের চিকনা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত সায়মা আক্তার ওই এলাকার মো. সারোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দুপুরের দিকে সায়মা অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলাধুলা করছিল। হঠাৎ ওই শিশু নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখোঁজি করেও তার সন্ধ্যান পায়নি।
পরে বিকাল চার দিকে বাড়ির পাশের ডোবায় সায়মাকে ভাসতে দেখে তার দাদি জাহানারা বেগম। জাহানারা বেগম চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সায়মাকে নকলার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ নিয়ে বাড়িতে যান।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আব্দুলাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত