নৌযান চলাচল শুরু
প্রায় দুই দিন বন্ধ রাখার পর সারাদেশে নৌযান চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে যাওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে এক ইঞ্জিন ব্যতীত অন্যান্য যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক ইঞ্জিন ব্যতীত অন্যান্য যাত্রীবাহী নৌযান সমূহকে সতর্কতার সাথে চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ।
ঘূর্ণিঝড়ের ইয়াসের আঘাত হানার আশঙ্কায় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ভারতের উডিশায় আঘাত হেনেছে এই ঘূর্ণিঝড়। এর প্রভাবে বাংলাদেশের উপকূলে ঝড় ও জলোচ্ছ্বাস হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত