কিছু বাংলাদেশি সংবাদমাধ্যম পক্ষপাতদুষ্ট খবর প্রকাশ করছে : রাশিয়ার দূত

| আপডেট :  ১৪ মার্চ ২০২২, ১২:৩৩  | প্রকাশিত :  ১৪ মার্চ ২০২২, ১২:৩৩

 

দৃষ্টিভঙ্গি’ থেকে ইউক্রেনের পরিস্থিতি এবং সেখানে চালানো রাশিয়ার অভিযানের বিষয়ে সংবাদ প্রচার করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মানতিতস্কি।

তিনি একে ঢাকা-মস্কো সম্পর্ক নষ্ট করার ‘উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা’ বলে বর্ণনা করেছেন।

রোববার (১৩ মার্চ) বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, রেডিও ও টিভি চ্যানেলের প্রধানদের কাছে খোলা চিঠিতে এসব কথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ১৯৭১ সালের কথা উল্লেখ করে বলেন, তখন বাংলাদেশিরা ভারত ও তৎকালীন ইউএসএসআর-এর সক্রিয় সমর্থনে অবাঙালি নিপীড়ক শাসকদের উৎখাত করেছিল।

তিনি বলেন, পূর্ব ইউক্রেনের ডনবাসের রুশভাষী জনগণ আট বছর ধরে একই অধিকার পাওয়ার জন্য সংগ্রাম করে আসছে এবং ‘কিয়েভ শাসকের গণহত্যার শিকার হচ্ছে’।

রাশিয়ান কূটনীতিক বলেন, রাশিয়ার আবারও উদ্ধারে এগিয়ে আসার সময় এসেছে, মাতৃভাষা বলার অধিকার নিশ্চিত করতে এবং ভাষাভিত্তিক বৈষম্যের অবসান ঘটাতে।

রাষ্ট্রদূত বলেন, আমি আশা করি আমার খোলা চিঠির মাধ্যমে আপনার পাঠকরা ইউক্রেনের বিষয়ে একটি বিকল্প দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হতে সক্ষম হবেন।

সূত্র : ইউএনবি

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত