দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের একাদশ
২০ বছর দীর্ঘ সময়। এতদিনেও দক্ষিণ আফ্রিকায় তিন সংস্করণের ক্রিকেটের একটিতেও কোনো জয় নেই বাংলাদেশের। অপেক্ষা আরও দীর্ঘ করাটা বোধহয় উচিত হবে না। তাই বলে শুধু এই আশাটুকু করেই আজ সেঞ্চুরিয়নে প্রথম ওডিআইতে খেলতে নামবেন না তামিম ইকবালরা।
সেই লক্ষেই সফরের শুরু থেকেই বেশ কয়েকটি প্রশ্ন দেশের ক্রিকেটপ্রেমীদের মনে।
দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?
সিরিজের প্রথম ওয়ানডেতে দলে স্বীকৃত ব্যাটার থাকবেন কতজন? জোহানেসবার্গের সেঞ্চুরিয়নে কজন পেসার ও নিয়ে নামবেন তামিম?
বিকেল সাড়ে ৪টায় টস হওয়ার আগে অবশ্য এসব প্রশ্নের উত্তর জানা যাবে না।
তবে দলীয় সূত্রের খবর, টাইগারদের টিম কম্বিনেশনে কোন পরিবর্তন আসছে না।
গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ দিন যে ১১ জন খেলেছিলেন আজ সেঞ্চুরিয়নে সেই একাদশ নিয়েই নামবে বাংলাদেশ।
অর্থাৎ, দলে স্বীকৃত ব্যাটার ব্যাটার থাকছেন সাত জন (তামিম, লিটন, সাকিব, মুশফিক, আফিফ, মাহমুদউল্লাহ ও ইয়াসির রাব্বি), পেসার তিন জন (তাসকিন, মোস্তাফিজ ও শরিফুল) ও অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি মিরাজ।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত