প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রায় তিন বছর পর নিজেদের পছন্দের ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরেছে টিম টাইগার্স। প্রোটিয়াদের মাটিতে কখনও ওয়ানডেতে তাদের হারাতে পারেনি বাংলাদেশ। এবার ইতিহাস পাল্টাতে চায় টাইগাররা। সেখানে প্রথম ম্যাচে জয় তুলে নেয়ার লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
শুক্রবার (১৮ মার্চ) দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।
ওয়ানডেতে দুই দলের পরিসংখ্যান বলছে ২১ বারের মুখোমুখি লড়াইয়ে প্রোটিয়াদের ১৭ জয়ের বিপরীতে চারটি জয় টাইগারদের। বাংলাদেশ দলের চার জয়ের তিনটই ছিলো ঘরের মাঠে, বাকি একটি ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে।
পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও ব্যাট-বলের লড়াইয়ে ছাড় দিতে নারাজ বাংলাদেশ। টাইগাররা নিজেদের শেষ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে ২-১ এ। এদিক থেকে অবশ্য এগিয়ে প্রোটিয়ারা। জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডেতে ভারতকে ৩-০তে হোয়াইটওয়াশ করেছিলো দক্ষিণ আফ্রিকা।
এই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফিকোয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি ও লুঙ্গি এনগিদি।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত