দক্ষিণ আফ্রিকায় তামিম-লিটনের রেকর্ড
বেশ সতর্ক হয়ে খেলছেন তামিম ইকবাল ও লিটন দাস। সাবধানতার সঙ্গে কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদির পেস সামলাচ্ছেন তারা। সেই সঙ্গে স্পিনও খেলছেন দক্ষতার সঙ্গে। শেষ খবর পর্যন্ত ১৯ ওভার শেষে অবিচ্ছিন্ন থেকে ৮৪ রান তুলেছেন দুই ওপেনার।
এই পথে একটি রেকর্ড গড়ে ফেলেছেন তামিম-লিটন। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান তোলার নজির স্থাপন করেছেন তারা। তামিম ৩৪ ও লিটন ৪৪ রান নিয়ে ক্রিজে আছেন।
প্রোটিয়াদের মাটিতে কখনও ওয়ানডেতে তাদের হারাতে পারেনি বাংলাদেশ। এবার ইতিহাস পাল্টাতে চায় টাইগাররা। সেখানে প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে নামে তারা
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত