দক্ষিণ আফ্রিকাকে পাহাড়সম টার্গেট দিল বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও ওয়ানডেতে তাদের হারাতে পারেনি বাংলাদেশ। এবার ইতিহাস পাল্টাতে চায় টাইগাররা। সেই লক্ষ্যে রানের পাহাড় গড়েছে তারা। প্রোটিয়াদের ৩১৫ রানের টার্গেট দিয়েছে সফরকারীরা।
শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। উদ্বোধনী জুটিতে ৯৫ রান তোলেন তারা। এতে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে সেরা জুটির রেকর্ড গড়েন তামিম-লিটন।
ব্যক্তিগত ৪১ রানে আন্দিলে ফিকোয়াওর এলবিডব্লিউর ফাঁদে পড়েন তামিম। পার্টনার হারানোর পরপরই ফিরে যান লিটন। তবে ক্যারিয়ারে পঞ্চম ফিফটি তুলে নেন তিনি। পরে আস্থার প্রতিদান দিতে পারেননি মুশফিকুর রহিম। দুই অংকের ঘর স্পর্শ করার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
কিন্তু একপ্রান্ত আগলে থেকে যান সাকিব আল হাসান। ইয়াসির আলি চৌধুরিকে নিয়ে দলের হাল ধরেন তিনি। তাতে এগিয়ে যায় বাংলাদেশ। শুরুতে রানের গতি শ্লথ থাকলেও তাদের কল্যাণে তা বাড়ে। চতুর্থ উইকেটে ১১৫ রানের জুটি গড়েন তারা। এতে তামিম-লিটনের রেকর্ড ভেঙে যায়।
ধীরে ধীরে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন সাকিব। কিন্তু হঠাৎ পথ হারান দেশসেরা ক্রিকেটার। ৬৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৭ রানের ঝলমলে ইনিংস খেলে ফেরেন তিনি। তাকে শিকার বানান লুঙ্গি এনগিদি।
আরও পড়ুন: তামিম-লিটনের রেকর্ড ভেঙে দিলেন সাকিব-ইয়াসির
সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ইয়াসির। কাগিসো রাবাদার কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন এই মিডলঅর্ডার ব্যাটার। ফেরার আগে ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক ফিফটি তুলে নেন তিনি। কাঁটায় ৫০ করে ফেরেন ইয়াসির।
পরে আফিফ হোসেনকে নিয়ে ঝড় তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তাদের টর্নেডো বেশিক্ষণ চলেনি। ১৭ ও ২৫ রান করে মার্কো জানসেনের শিকার হন তারা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩১৪ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ।
শেষদিকে ১৩ বলে ২ ছক্কায় ১৯ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। অপর প্রান্তে ৭ রানে টিতে থাকেন তাসকিন আহমেদ। স্বাগতিকদের হয়ে জানসেন ও কেশব মহারাজ নেন ২টি করে উইকেট।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত