ডি ভিলিয়ার্সের পরামর্শ কাজে লেগেছে: ইয়াসির
বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর অনুরোধে ম্যাচের আগের দিন টিম হোটেলে আসেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। এসে টাইগার ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি।
সবাইকে নানা পরামর্শ দেন ৩৬০ ডিগ্রিখ্যাত তারকা। তার পরামর্শ কাজে লেগেছে বলে জানিয়েছেন বাংলাদেশ মিডলঅর্ডার ব্যাটার ইয়াসির আলি চৌধুরি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে গত ২০ বছরে কোনও সংস্করণের ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার সেই ইতিহাস পাল্টালো তারা। অবশেষে প্রোটিয়াদের মাটিতেই তাদের হারাল টাইগাররা। শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে তারা।
আরও পড়ুন: সাকিব-তাসকিনে মুগ্ধ ভোগলে
ম্যাচ শেষে ইয়াসির বলেন, ‘ওই সময় ডি ভিলিয়ার্স অনেক কথা বলেছিলেন। এর মধ্যে তার কিছু কথা আমার কাজে লেগেছে। আসলে কেউ অনেক কথা বললে, কিছু না কিছু কাজে লাগেই।’
ঐতিহাসিক জয়ে দারুণ অবদান রাখেন ইয়াসির। ব্যাট হাতে সাকিব আল হাসানের সঙ্গে গড়েন ১১৫ রানের জুটি। যা দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সেরা জুটির রেকর্ড।
পথিমধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি (৫০) তুলে নেন ইয়াসির। ৪৪ বলে ২ ছক্কা ও ৪ চারে ইনিংসটি সাজান তিনি। এছাড়া ফিল্ডিংয়ে অসাধারণ এক ক্যাচ নেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত