মাহমুদউল্লাহকে নিয়ে এখনই ভাবতে চান না তামিম
গত দশ ওয়ানডেতে একটা মাত্র ফিফটির (৫৩) ইনিংস রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। সেটিও আবার ২০২১ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে। ঘরের মাঠে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডের সিরিজেও ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। পারফর্মের সঙ্গে বদলে গেছে শরীরের ভাষাও। বয়সের ছাপও স্পষ্ট, যেন নিজের সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টা তবে বারবার ব্যর্থতা। যা গত কয়েকটি সিরিজেই দেখা গেছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে করেছেন সমান ২৫ করে রান। ক্যারিয়ারের অনেকটা শেষের দিকে এসে তার এমন পারফরম্যান্স ভাবাতেই পারে কোচ, ম্যানেজমেন্ট কিংবা অধিনায়ককে।
প্রোটিয়াদের বিপক্ষে সবশেষ ম্যাচটায় দলের বিপাকে হাল ধরতে ব্যর্থ হয়েছেন, করানো হয়নি বোলিংও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে দলে রিয়াদের ভূমিকা নিয়ে।
তবে অধিনায়ক তামিম ইকবাল বলছেন, ‘আমার কাছে মনে হয় রিয়াদ ভাই ইজ অ্যা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অব আওয়ার ওডিআই টিম, স্পেশালি ফর মি। রিয়াদ ভাইয়ের ব্যাপারটা খুব পরিষ্কার ও সাধারণ ব্যাপার। আমি, নির্বাচক বা টিম ম্যানেজমেন্ট কেউই কিছু ভাবছে না তাকে নিয়ে। ওয়ানডেতে তিনি খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’
দলে লম্বা সময় ধরে সাত নম্বর জায়গাটা নড়বড়ে ছিল। তবে শেষ কয়েক ম্যাচে আফিফ হোসেনের দুর্দান্ত পারফর্ম আশা দেখাচ্ছে দলকে। এখন পর্যন্ত মাত্র ১২ ম্যাচের ক্যারিয়ারে নিজেকে প্রমাণ করেছেন সাত নম্বরে তিনি উপযুক্ত এই সময়ে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ৯৩ রানের অপরাজিত ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলের বিপর্যয়ে ৭২ রানের ইনিংসটা ভিন্ন মাত্রা দিয়েছে দলের কাছে।
আফিফকে নিয়ে তামিম বলেছেন, ‘আমার কাছে মনে হয় সে (আফিফ) ইম্পর্ট্যান্ট পার্ট অব দ্য টিম। আফিফ দেখেন ৭ নম্বরে সত্যই ভালো ব্যাটিং করেন। আমার কাছে হয় আফিফ ইজ দ্য রাইট গাই (৭ নম্বরে)। ও যে ধরনের ব্যাটিং করে ওখানে ২-৪টা ম্যাচে খারাপ করতেই পারে। কিন্তু যেদিন ও ভালো খেলবে ভালো রান করবে ওইদিন আমরা একটা মিডলিং পজিশনে চলে যাব। এটাই তার কোয়ালিটি, আমি সব সময় বলব সে তার পজিশনে ভালো করছে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত