আইপিএলে বদলি ক্রিকেটার হিসেবে খেলবে শরিফুল ইসলাম : নতুন তথ্য দিলেন আকাশ চোপড়া
আইপিএলের আগে দুঃসংবাদ পেল নতুন দল লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি। অ্যাঙ্গেল ইনজুরির কারণে চলতি মৌসুমে খেলতে পারবেন না ইংল্যান্ডের পেসারনমার্ক উড। আইপিএল নিলামে উডকে সাড়ে ৭ কোটি টাকায় কিনেছে নতুন ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের বাকি এক সপ্তাহেরও কম।
কিন্তু ফ্র্যাঞ্চাইজি এখনও ঘোষণা করেনি যে তারা মেগা নিলাম থেকে ৭.৫ কোটি রুপিতে নির্বাচিত পেসারকে প্রতিস্থাপন করবে। আকাশ চোপড়া মনে করেন শরিফুল ইসলাম লখনউতে উডের প্রতিনিধিত্ব করতে পারেন।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘শরিফুল ইসলাম? বিপিএলে সে ভালো করেছে। কঠিন কিছু ওভার করেছে। শুরুর দিকে কিছুটা কম, তবে শেষ দিকে সে ভালো কিছু ওভার করেছে। শরিফুল ইসলাম যদি উইকেট নেয়, তাহলে সে ভালো বিকল্প হতে পারে।’
শরিফুল ছাড়াও সঙ্গে ব্লেসিং মুজারাবানি, নাভিন উল হকদেরও বিকল্প হিসেবে দেখছেন জনপ্রিয় এই ক্রিকেট বিশ্লেষক। উল্লেখ্য, আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। যেখানে একমাত্র বাংলাদেশী হিসেবে প্রতিনিধিত্ব করবেন মোস্তাফিজুর রহমান। তার দল দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত