যে কারণে তাসকিনকে আইপিএলে খেলার অনুমতি দিল না বিসিবি
চলমান দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এই দেখে তাকে নিতে চায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি দল। এমন খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যে কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানাচ্ছে, লক্ষ্মৌ সুপার জায়ান্টস তাসকিনকে চায়। কিন্তু এই মুহূর্তে তাকে ছাড়পত্র দেওয়া হবে না।
সোমবার (২১ মার্চ) সকাল থেকে খবর পাওয়া যাচ্ছিল তাসকিনকে আইপিএলের পুরো মৌসুমের জন্য চাইছে লক্ষ্মৌ। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ নিয়ে যা বলার বোর্ডই বলবে।
বিকেলে বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং আইপিএল টিম থেকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে আইপিএলে খেলার জন্য তাসকিনকে ছাড়পত্র দেওয়া হবে না।
কেন সেটা করা হচ্ছে সেই কারণও জানিয়েছেন তিনি। জালাল ইউনুস বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তাসকিন এই দলের বড় ক্রিকেটার। তাকে এই মুহূর্তে বিসিবি ছাড়তে পারবে না।
আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে যোগ দিতে হলে তাসকিনকে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই ভারতে চলে যেতে হবে। সেটা হলে চলমান প্রোটিয়া সফরের দুটি টেস্ট এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না তিনি।
এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলবেন মোস্তাফিজুর রহমান। দিল্লি কাপিটালসের হয়ে খেলবেন এই বাঁহাতি পেস বোলার।
তাসকিনের সঙ্গে আজ কথা বলেছে বিসিবি। তাকে বোঝানো হয়েছে তিনি এখন বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ। যে কারণে তাকে এখন ছাড়া যাচ্ছে না।
তাসকিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে স্বল্প রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। ম্যাচসেরার পুরস্কার সাকিব আল হাসান পেয়েছেন। কিন্তু বিশ্লেষকদের অনেকেই তাসকিনের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি এই ম্যাচে ৬০ বল করে ৪০টিই ডট বল দিয়েছিলেন।
আরও পড়ুন: সাকিবের সিদ্ধান্ত বদল, দেশে না এসে দলের সঙ্গেই থাকছেন
আইপিএলের নিলাম হয়েছিল গত ফেব্রুয়ারিতে। ওই সময় পাঁচজন টাইগার ক্রিকেটার তালিকায় ছিলেন। তবে কেবল মোস্তাফিজ দল পেয়েছিল। সাকিব দল না পাওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল বাংলাদেশ ও ভারতের ক্রিকেট অঙ্গনে।
২০২২ আইপিএল নিয়ে বাড়তি আগ্রহ ছিল শুরু থেকেই। দুটি নতুন দল যোগ হওয়ার পর ১০টি দল নিয়ে চলতি বছরের আইপিএলের নিলাম বেশ জমজমাট হয়েছে।
কিন্তু ইংল্যান্ডের জেসন রয়, মার্ক উডের মতো ক্রিকেটাররা টুর্নামেন্ট শুরুর আগে জানিয়েছেন, তারা এবারের আইপিএল খেলবেন না। এতে কিছু ফাঁকা স্লট তৈরি হয়েছে।
যেখানে লক্ষ্মৌ সুপার জায়ান্টসে উডের জায়গায় তাসকিনকে প্রস্তাব দেওয়া হয়। ২৬ বছর বয়সী তাসকিন ৪৭টি ওয়ানডে ও ৩৩ টি আর্ন্তজাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত