সাকিবের দেশে ফেরার সিদ্ধান্ত তৃতীয় ওয়ানডের পর
আচমকা অসুস্থ হয়ে পড়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মা, শাশুড়ি, ছেলে ও দুই মেয়ে। রাজধানীর পৃথক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।
ফলে পরিবারের পাশে থাকতে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব। সোমবার (২১ মার্চ) রাতেই দক্ষিণ আফ্রিকা থেকে তার ফিরে আসার কথা জানা যায়। তবে পরে সিদ্ধান্ত বদলান তিনি।
প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলবেন সাকিব। এরপর দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে ভাববেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘রাতেই দেশে ফিরে যাওয়ার কথা ছিল সাকিবের। এই কথাটিই হয়তো বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে সাকিব। তৃতীয় ওয়ানডের পর তার দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেব আমরা।’
আরও পড়ুন: যে কারণে তাসকিনকে আইপিএলে খেলার অনুমতি দিল না বিসিবি
এই ব্যাপারে জালাল ইউনুস বলেন, সাকিব দেশে ফেরার টিকেট বাতিল করেছে। ফলে রাতে ফেরা হচ্ছে না তার। তৃতীয় ওয়ানডে খেলেই দেশে ফিরবে সে।
সাকিবের ফেরার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে তার পরিবারের সদস্যদের সুস্থতার ওপর। তবে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরলেও টেস্ট সিরিজের আগে আবারও দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত