বিশিষ্টজনদের সঙ্গে বসছে ইসি, যারা আমন্ত্রিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আজ সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপের জন্য ৩৯ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাদের অনেকেই সংলাপে অংশ নেবেন না বলে জানা গেছেন।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন এ কমিশন দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মাথায় ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপ করে। সেদিন ৩০ জনকে আমন্ত্রণ জানানো হলেও সংলাপে এসেছিলেন মাত্র ১৩ জন। শিক্ষাবিদদের পর আজ বেলা ১১টায় বিশিষ্টজনদের সঙ্গে বসছে ইসি।
ইসি সূত্র জানায়, আজকের সংলাপে দেশের ৪০ জন বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছিল। তবে শেষ পর্যন্ত ৩৯ জনকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে দুজন দেশের বাইরে আছেন। আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ, বিভিন্ন বেসরকারি সংস্থার শীর্ষস্থানীয় ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নিজে কাউকে কাউকে ফোন করে সংলাপে আসার অনুরোধ করেছেন।
ইসি সূত্র জানায়, সংলাপে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে এম হাফিজউদ্দিন খান, রাশেদা কে চৌধূরীসহ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আটজন উপদেষ্টার নাম আছে। তবে অসুস্থতার কারণে হাফিজউদ্দিন সংলাপে অংশ নিচ্ছেন না।
আজকের সংলাপে আমন্ত্রিতদের মধ্যে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। তারা সংলাপে যাচ্ছেন বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছে
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত