চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের মেয়েরা
নিউজিল্যান্ডে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে আজ বাংলাদেশ খেলছে ভারতের বিপক্ষে। জয়ের জন্য বাংলাদেশের মেয়েদের সামনে লক্ষ্য ২৩০ রান। তবে রান তাড়া করতে নেমে চাপে রয়েছে নিগার সুলতানারা। স্কোরবোর্ডে ৩৫ রান উঠতেই সাজঘরে ফিরে গেছে বাংলাদেশের পাঁচ ব্যাটার।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২৫ ওভারে ৫ উইকেটে ৬৯ রান। সালমা খাতুন ২৭ ও লতা মন্ডল ১১ রানে ব্যাট করছেন। ওপেনার মুর্শিদা খাতুন ১৯ রান করলেও তিনি খেলে গেছেন ৫৪টি বল। এছাড়া শারমিন আক্তার ৫, অধিনায়ক নিগার সুলতানা ৩ ও রুমানা আহমেদ ২ রানে সাজঘরে ফিরেছেন। রানের খাতা খুলতে পারেননি ফারজানা হক।
জয়ের জন্য বাংলাদেশের আরো দরকার ২৫ ওভারে ১৬১ রানের। হাতে রয়েছে পাঁচটি উইকেট। ওভার প্রতি প্রায় সাড়ে ৬ রান দরকার বাংলাদেশের।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত