খালেদা জিয়াকে নিয়ে যে মন্তব্য করেছেন ড. রেজা কিবরিয়া

| আপডেট :  ২৩ মার্চ ২০২২, ১২:৪৫  | প্রকাশিত :  ২৩ মার্চ ২০২২, ১২:৪৫

খালেদা জিয়াকে বাংলাদেশের আসল সম্মানি লোক বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া সাহসের সঙ্গে এতো বছর যুদ্ধ করছেন, উনাকে দেখে সবসময় আমার একটা অনুপ্রেরণা হয় যে, এতো সাহস এই মানুষটির মধ্যে। এটাতে আমি আশ্বস্থ হই। উনি আসল সম্মানি লোক বাংলাদেশের। আমি আশা করি, এই সম্মানটা কোনো মানুষের কেড়ে নেয়ার সুযোগ নেই।

সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. রেজা কিবরিয়া বলেন, ‘আপনারা (মুক্তিযোদ্ধারা) যে স্বাধীনতা অর্জন করেছিলেন একাত্তরে, সেই স্বাধীনতাটা আর নেই এদেশে। এটা মুক্ত দেশ না। এখন নতুন একটা স্বাধীনতা যুদ্ধের সময় এসেছে এই দেশে। সেটাতে আপনারা সবাই অংশগ্রহন করবেন। ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় আমিও থাকবো সেই যুদ্ধে।’

তিনি বলেন,‘ঐক্যবদ্ধ হয়ে এই জালেম সরকারকে আমাদের সরাতে হবে। আমাদের গণঅধিকার পরিষদের উদ্দেশ্য মানুষের অধিকার ফেরত দেয়া একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আমরা মোটামুটি একই জিনিস চাই। অন্য ব্যাপারে মতবিরোধী থাকতে পারে তবে এই সরকারকে যেতে হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন চাই-এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত