এত বড় সেক্রিফাইস শুধু আপনার কাছেই সম্ভব : রুবেল

| আপডেট :  ২৩ মার্চ ২০২২, ১২:৩৬  | প্রকাশিত :  ২৩ মার্চ ২০২২, ১২:৩৬

সাকিব আল হাসানের পরিবারের বেশ কয়েকজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও টেস্ট সিরিজে না খেলা নিয়ে শঙ্কা জাগে সাকিবের।

ফিরে আসতে চেয়েছিলেন দেশে। যে জন্য টিকিটও কেটে ফেলেন দ্বিতীয় ওয়ানডের পরের দিন। দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ম্যাচ জেতা বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। তাইতো শেষ মুহূর্তে দেশে ফেরার সিদ্ধান্ত বদলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবেন বলে জানিয়ে দেন।

সাকিবের এমন সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন থেকে শুরু করে সতীর্থ, সমর্থকেরা সম্মান জানাচ্ছেন। এবার সতীর্থ রুবেল হোসেন ফেসবুক পোস্টে সাকিবকে নিয়ে বার্তা দিয়েছেন।

রুবেল লিখেছেন, ‘রেসপেক্ট সাকিব আল হাসান। মা, ছেলে-মেয়েসহ ৪ জন হাসপাতালের বেডে ভর্তি অথচ নির্ধারিত ফাইনাল তৃতীয় ম্যাচটি খেলার জন্য টিকিট বাতিল করেন। পরিবারের কথা চিন্তা না করে দেশের জন্য এত বড় সেক্রিফাইস করে আজ মাঠে নামছেন, সত্যিই এটা শুধু আপনার কাছেই সম্ভব। আপনি মেন্টালি অনেক স্ট্রং, আমি জানি কখনো কাউকে কিছু বুঝতে দেন না। আপনার জন্য অনেক শুভকামনা ভালোবাসা।ভালো কিছুর অপেক্ষায় ইনশাল্লাহ, গুড লাক বাংলাদেশ।’

এই পেসার আরও লিখেছেন, ‘আপনার এই মমত্ববোধ, সততাই এক দিন আপনাকে আরও অনেক উঁচু স্থানে নিয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করি, আল্লাহ যেন আপনার পরিবারের সবাইকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় (আমিন)।’

তৃতীয় ওয়ানডে শেষ করে সাকিব দেশের উদ্দেশে রওনা করবেন বলে জানা গেছে। এক্ষেত্রে দুটি টেস্ট ম্যাচে দলের সঙ্গে থাকতে পারবেন না তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত