ফিলিস্তিনে বর্বরতার বিচার নিশ্চিতে জাতিসংঘকে সুপারিশ করলো বাংলাদেশ
অধিকৃত ফিলিস্তিন এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার জন্য অবশ্যই জবাবদিহি ও বিচার নিশ্চিত করার জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের পদক্ষেপ নেয়া উচিত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২৭ মে) জাতিসংঘের মানবাধিকার পরিষদে ফিলিস্তিন প্রসঙ্গে আয়োজিত এক বিশেষ অধিবেশনে নিজের বক্তৃতায় এ কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ এই অধিবেশনে বাংলাদেশ ছাড়াও আরও বক্তব্য প্রদান করেন ফিলিস্তিন, তুরস্ক, মিসর, কুয়েত, কাতার, মালয়েশিয়া, পাকিস্তান, নামিবিয়া, লিবিয়া, তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলের অবৈধ ও উস্কানিমূলক তৎপরতার বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলের অবশ্যই এভাবে অবৈধ দখলদারি ও দখলের তৎপরতা দ্রুত বন্ধ করা উচিত। তাদের এরকম তৎপরতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়মুক্তি দেয়া ও নীরবতা কেবলই দখলদার বাহিনীকে উৎসাহ প্রদান, যা সত্যিই দুঃখজনক।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজার ১১ দিনের যুদ্ধের পর ধ্বংসস্তূপের চিত্র ফুটে উঠে গাজায়। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ১১ দিনে ইসরায়েলি বর্বর হামলায় গাজার অন্তত ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনের গাজা অঞ্চলে ও এর আশপাশের আঘাতহানা এলাকায় জবাবদিহি ও বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্ত কমিশন গঠনের মাধ্যমে এ বিষয়ে ভূমিকা রাখার জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদকে সুপারিশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত