ইতিহাস গড়ে দেশের পথে সাকিব
প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকায় ইতিহাস রচনা করার কিছুক্ষণ বাদেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জোহানেসবার্গ সময় রাত ৯টা ৩০ মিনিটের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন দেশ সেরা এই ক্রিকেটার।
কয়েকদিন আগে তার পরিবারের পাঁচ সদস্য বিভিন্ন রকমের অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এ কারণে গত সোমবার সাকিবের দেশে ফেরার কথা থাকলেও তৃতীয় ওয়ানডে খেলেই দেশের ফেরার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক বুধবার সিরিজ জয় নিশ্চিত করেই দেশে ফিরছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়ে টাইগাররা। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৫৫ রানে লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে যায় ১৪১ বল হাতে রেখেই। বল হাতে দুই উইকেট ও ব্যাট হাতে ১৮ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।
এর আগে প্রথম ওয়ানডে ৩৮ রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে হেরে যায় বাংলাদেশ। তবে তৃতীয় ওয়ানডেতে দাপুটে জয়ে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত