চলে গেলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয়

| আপডেট :  ২৪ মার্চ ২০২২, ০১:০৫  | প্রকাশিত :  ২৪ মার্চ ২০২২, ০১:০৫

 

পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি দিলেন টালিউডের নক্ষত্র অভিষেক চট্টোপাধ্যয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন অভিষেক। বুধবার রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন।

বুধবার (২৩শে মার্চ) একটি রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। রাতের দিকে সেখানেই অসুস্থ হয়ে পড়েন।

তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও সেই প্রস্তাবে রাজি হননি তিনি। কিন্তু অসুস্থতা ক্রমশ বাড়তে থাকায় বাড়িতেই চিকিৎসা শুরু হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গভীর রাত ১টা নাগাদ মারা যান এই জনপ্রিয় অভিনেতা।

কলকাতায় প্রিন্স আনোয়ার শাহ রোডে নিজের বাড়িতে প্রয়াত হন টালিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।

নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম ব্যস্ত অভিনেতা ছিলেন অভিষেক। এক সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের সঙ্গে একসারিতে নাম উঠে আসতো তার। একসময়ে বাংলা সিনেমায় প্রচুর কাজ করেছেন তিনি। পরবর্তীকালে বহু বিতর্কে জড়িয়ে পড়েন তিনি এবং দূরে সরে যান কাজ থেকে।

 

১৯৬৪ সালের ৩০শে এপ্রিল জন্ম অভিষেক চট্টোপাধ্যায়ের। ১৯৮৬ সালে ‘পথভোলা’ দিয়ে সিনেমায় যাত্রা শুরু। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘মধুর মিলন’, ‘মায়ের আঁচল’, ‘আলো’, ‘নীলাচলে কিরীটি’। শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও তিনি সমানভাবে অসাধারণ অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন।

ঘনিষ্ট মহলের ভাষ্যমতে তিনি বলতেন, জীবনের শেষ দিন পর্যন্ত শুটিং করে যেতে চান। নিজের দেওয়া কথা যে এ ভাবে সত্যি করে তিনি অকালে চলে যাবেন তা কেউই ভাবতে পারেননি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত