ঢাকাসহ যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও ঢাকা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে।
এ ছাড়া আগামী ২ দিন বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচদিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
আগামীকাল শুক্রবার (২৫ মার্চ) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত