উইকেট শূন্য থেকে আইপিএলের পথে মুস্তাফিজ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে নেতৃত্ব দিয়েছেন পেসাররা। তরুণ পেসার শরিফুল ইসলাম নতুন বলে লাইন-লেন্থ মেপে গতি ঠিক রেখে দুর্দান্ত বল করেছেন। প্রথম ম্যাচে দারুণ দুই ব্রেক থ্রু দিয়েছিলেন। শেষ ম্যাচেও পেয়েছেন কার্যকরি এক উইকেট।
তাসকিন আহমেদ দেখিয়ে দিয়েছেন পেস-বাউন্সি উইকেট হলে তিনি কী করতে পারেন। প্রথম ম্যাচে তিনি নিয়েছিলেন তিন উইকেট। শেষ ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন এই পেসার।
কিন্তু দলের পেস আক্রমণের নেতা মুস্তাফিজুর রহমান তিন ম্যাচে কোন উইকেট পাননি। উইকেট শূন্য থেকে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আইপিএলে যাত্রা করেছেন বাঁ-হাতি এই পেসার। তবে বল হাতে তিনি ছিলেন দারুণ কার্যকরি।
প্রথম ম্যাচে মিরাজ শেষে চার উইকেট নিয়ে ম্যাচ জেতালেও মুস্তাফিজ স্লগে ও মিডল ওভারে বল হাতে ছিলেন নিয়ন্ত্রিত। তিনি ১০ ওভারে দিয়েছিলেন ৫০ রান। দ্বিতীয় ম্যাচে অল্প রানের পুঁজি হওয়ায় তাকে বোলিং করানোর সুযোগ পাননি অধিনায়ক। তবে ৩ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়েছিলেন তিনি। যেখানে তাসকিন ও শরিফুল ছিলেন খুবই খরুচে।
ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
সিরিজ নির্ধারণী ম্যাচে নতুন বল হাতে নিয়ে উইকেট পাননি মুস্তাফিজ। মিডল ওভারেও ছিলেন উইকেট শূন্য। তবে দল তাকে যে ভূমিকায় চেয়েছিল সেটা তিনি ঠিকঠাক করতে পেরেছিলেন। সেটা হলো রান চেক দেওয়া। শেষ ম্যাচে ৭ ওভারে তিনি দেন মাত্র ২৩ রান। সাকিবের পর তিনিই ছিলেন সবচেয়ে মিতব্যয়ী।
সিরিজ জয়ের পর অধিনায়ক তামিম তাই কৃতিত্ব দিয়েছেন উইকেট না পাওয়া মুস্তাফিজকে। তিনি বলেন, ‘মুস্তাফিজ অসাধারণ বোলিং করেছে। ওর কাজটা সবচেয়ে কঠিন। মিডল ও স্লগে বল করতে হয়। রান চেক দিতে হয়। কাজটা দারুণভাবে করেছে সে।’
আইপিএলে এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজ। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিতে বিমান ধরেছেন দ্য কাটার মাস্টার। ফেসবুকে লিখেছেন, ‘ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার আইপিএলের পালা। দোয়া করবেন যেন সেরাটা দিতে পারি এবং গৌরব বয়ে আনতি পারি।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত