হাসপাতালের বিছানায় শুয়ে ঐতিহাসিক জয়ে সামিল মোশাররফ রুবেল (ভিডিও)

| আপডেট :  ২৫ মার্চ ২০২২, ০১:১৯  | প্রকাশিত :  ২৫ মার্চ ২০২২, ০১:১৯

অফ স্টাম্পের বাইরে কাগিসো রাবাদার করা শর্ট বলটি পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন সাকিব আল হাসান। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পরে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কের লাল-সবুজ গ্যালারি। ২৬তম ওভারে রাবাদার তৃতীয় বলে সাকিবের বাউন্ডারিতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। আর তাতে রচিত হয়েছে নতুন এক ইতিহাস। যে ইতিহাসের স্বাক্ষী হতে কোটি মানুষের চোখ ছিল টেলিভিশনের পর্দায়।

এমনকি হাসপাতালের বিছানায় থেকেও ঐতিহাসিক এই মুহূর্তের স্বাক্ষী হয়েছেন ব্রেন ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় যায়, ঘড়ির কাটায় তখন রাত ১০টা ১৩ মিনিট। ততক্ষণে টেলিভিশন স্ক্রিনে ভেসে উঠেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশের জয় সিলগালা করার খবর।

এমন জয়ে মোশাররফ রুবেলেরও নিশ্চয়ই গর্ব হচ্ছিলো, বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পরছিলেন ভেতরে ভেতরে। কিন্তু অসুস্থ শরীরে উচ্ছ্বাসটা হয়তো সম্পূর্ণ প্রকাশ করতে পারেননি বাঁহাতি এই অলরাউন্ডার। কেবল ডান হাত উঁচু করে দেখিয়ে দিলেন ‘থাম্বস আপ’ বাংলাদেশ!

ভিডিওর ক্যাপশনে ইমরুল কায়েস লিখেন, ‘ক্যান্সারের সাথে লড়াই করেও মোশাররফ রুবেল ভাই বাংলাদেশের ঐতিহাসিক এই জয়টা মিস করেননি। আল্লাহ তাকে শক্তি দিন। সবাই তার জন্য দোয়া করবেন।’

বাংলাদেশের এমন ঐতিহাসিক জয় কেন-ই বা কেউ মিস করতে চাইবেন? এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে কখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সেখানেই স্বাগতিকদের হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে তামিম ইকবালের দল। এমন জয়কে ঐতিহাসিক তো বটেই, এখন পর্যন্ত বাংলাদেশ দলের সেরা দ্বিপাক্ষিক সিরিজ জয়ও বলছেন কেউ কেউ।

ভিডিওটি দেখুন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত