প্রথম ম্যাচেই ধোনির ঝড়
আইপিএলের উদ্বোধনী ম্যাচে রানের বন্যা দেখা যায়নি।
মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার রাতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার। কেকেআরের নিয়ন্ত্রিত বোলিংয়ে চেন্নাই সুপার কিংস মাত্র ১৩১ রানে থেমে গেছে।
লো স্কোরিংয়ের ম্যাচে দুর্দান্ত খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ৩৮ বলে ৫০ রান করেছেন ভারতের সাবেক অধিনায়ক। হাতে ৫টি উইকেট রেখেও বড় স্কোর গড়তে পারেনি রবিন্দ্র জাদেজার দল।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রিতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ের উইকেট হারিয়ে বিপদে পড়ে। গায়কোয়াড় শূন্য রানে আউট হয়ে যান। কনওয়ে করেন ৩ রান।
এরপর রবিন উথাপ্পা ২৮, আম্বাতি রাইডু ১৫ রান করেন। ইনিংস বড় করতে পারেননি কেউ। শিবাম দুবে আউট হন ৩ রানে ৩৮ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন ধোনি। ২৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন নতুন অধিনায়ক জাদেজাও।
কলকাতার হয়ে উমেষ যাদব ২টি, বরুন চক্রবর্তি এবং আন্দ্রে রাসেল নেন ১টি করে উইকেট। তবে সুনিল নারিন উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৫ রান। উমেষ যাদব ২ উইকেট নিলেও ৪ ওভারে মাত্র ২০ রান দেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত